নিউজ সোনারগাঁ :: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উত্তর চড়পাড়া যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে উত্তর চড়পাড়া মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদল ১–০ গোলের ব্যবধানে বিজয় অর্জন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও মাতৃভূমি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী আল মামুন ভুঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি অ্যান্ড জেনারেল হাসপাতাল যাত্রাবাড়ীর পরিচালক ও সোনারগাঁ ডেন্টাল কেয়ার অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ডা. মামুন ভুঁইয়া।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম হেদায়েত উল্লাহ। প্রধান মেহমান ছিলেন সোনারগাঁ কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষক জামিল মোল্লা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ, প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও জামপুর ইউনিয়ন বিএনপির সহ–সাধারণ সম্পাদক সুমন মিয়া রান্টু। এছাড়াও সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “খেলা ধর, মাদক ছাড়”—খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল রাখে, মাদক থেকে দূরে রাখে এবং শিক্ষা ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখান থেকেই ভালো খেলোয়াড় তৈরি হয়ে জাতীয় দলে খেলার সুযোগ পেতে পারে। সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ।
অনুষ্ঠান শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



