শিরোনাম:
সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে ধানের শীষ মান্নানেরই—বিএনপির সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত
সংবাদ:
সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ-৩) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির চূড়ান্ত লড়াইয়ে নামছেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান—এমন ইঙ্গিতই দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার নতুন করে আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মনোনয়ন তালিকায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা খুব কম।”
এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে প্রায় নিশ্চিত হয়ে যায়—নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী থাকছেন আজহারুল ইসলাম মান্নানই।
মনোনয়ন বঞ্চিতদের আন্দোলনে অনড় কেন্দ্র
গত ৩ নভেম্বর ঘোষিত ২৩৭ জন সম্ভাব্য প্রার্থীর তালিকায় মান্নানের নাম আসার পর থেকেই মনোনয়ন বঞ্চিত কয়েকজন নেতা তার বিরুদ্ধে অভিযোগ তোলেন, বিক্ষোভ করেন এবং তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ পাঠান।
এ নিয়ে সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ বিএনপিতে উত্তাপ ছড়ায়। মান্নানবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই যুবদল নেতা শোকজ এবং একজনকে বহিষ্কারও করা হয়।
এদিকে মান্নানের একটি অডিও ফাঁসকে কেন্দ্র করে ক্ষোভ আরও বাড়ে। বিকল্প ও শিক্ষিত প্রার্থী দাবি করে মনোনয়ন বঞ্চিত নেতারা একাধিক সভা-সমাবেশও করেন।
কেন মান্নানই চূড়ান্ত?
দলের সিনিয়র নেতাদের দাবি—গত ১৭ বছরের সাংগঠনিক কর্মকাণ্ড, রাজনৈতিক ত্যাগ এবং মাঠপর্যায়ের জরিপের ভিত্তিতেই মান্নানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তাদের ভাষ্য, “বিরোধিতা থাকলেও প্রার্থী পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ধানের শীষ মান্নানের হাতেই থাকবে।”
সবশেষে প্রশ্ন একটাই—কে পেল প্রতীক?
সব আলোচনা, বিক্ষোভ ও বিতর্কের পরেও এখন দৃশ্যত নিশ্চিত—নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হচ্ছেন আজহারুল ইসলাম মান্নান।



