নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কাঁচপুরের পাঠাত্তা এলাকায় আজিম উদ্দিনের ছয়তলা ভবনের নিচতলার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—জরিনা বেগম, আলাউদ্দিন, শিফা আক্তার ও শিশু শিমলা। তারা একই পরিবারের সদস্য। বিস্ফোরণের পর স্থানীয়রা ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন এবং ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, দগ্ধ চার জনের শরীরের ২০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে গ্যাস লাইন লিকেজ থেকেই বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।



