নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী গাবতলী মহাশ্মশানে এক বছরের মেয়াদে ১৫ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার—এই তিন উপজেলার প্রায় ৪০ গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে কমিটি ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ।
নবগঠিত কমিটি
- সভাপতি: মনু ঘোষ
- সাধারণ সম্পাদক: শ্রী শুভরঞ্জন বিশ্বাস
এছাড়া আরও যারা নির্বাচিত হয়েছেন—
- সহ-সভাপতি: অভিরাজ সেন সজল, চম্পা রানী, শুভ সাহা
- সহ-সাধারণ সম্পাদক: বিপ্লব সাহা, কল্পনা রানী
- সাংগঠনিক সম্পাদক: সুমন শীল
- সহ-সাংগঠনিক সম্পাদক: উত্তম নমদাস, বাবুল মল্লিক
- কোষাধ্যক্ষ: অভিজিৎ দাস
- সদস্য: সজীব শীল, রবি চক্রবর্তী, বিমল পাল
- পূজা বিষয়ক সম্পাদক: সোনাই বাবু
কমিটির দায়িত্ব ও শর্তসমূহ
ঘোষিত কমিটিকে আগামী এক বছরের মধ্যে নিম্নোক্ত শর্ত পূরণ করতে হবে—
- গঠনতন্ত্র ও নির্ধারিত শর্তসমূহ বাস্তবায়ন
- গাবতলী মহাশ্মশানে বাংলাদেশের সেরা আইকন মন্দির নির্মাণ
- সনাতন ধর্মের সব ধর্মীয় পূজা ঐ মন্দিরে সম্পন্ন করা
- প্রতিদিনের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব বোর্ডে প্রদর্শন
- মন্দির প্রাঙ্গণ মাদকমুক্ত রাখা
- মৃত ব্যক্তির সতকারের সকল তথ্য রেজিস্ট্রারে সংরক্ষণ
- কমিটির প্রত্যেকের মাসিক চাঁদা প্রদান বাধ্যতামূলক
- প্রতি তিন মাসে হিসাব উপস্থাপন ও সভা পরিচালনা
- এক সপ্তাহের মধ্যে ৪৩ গ্রামের সদস্য নিয়ে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
- মেয়াদ শেষে পুরো হিসাব বুঝিয়ে নতুন কমিটি গঠন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার,
আড়াইহাজার পূজা পরিষদের সভাপতি হারাধন চন্দ্র দে, সাধারণ সম্পাদক বিল্পব ভৌমিক,
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক,
সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমিত রায়,
জামপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহিন,
বিএনপি নেতা ইব্রাহিম সরকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গাবতলী মহাশ্মশানের নবঘোষিত কমিটি সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর জন্য উন্নয়ন, স্বচ্ছতা ও ধর্মীয় কার্যক্রমের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



