নিউজ সোনারগাঁ : দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি–আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজ্বী মোঃ সেলিম সরকারকে যে অব্যাহতি দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি পুনরায় তার পূর্বের পদে বহাল হয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, অব্যাহতির পর হাজ্বী সেলিম সরকার সংগঠনের কাছে আবেদন করেন। ওই আবেদন বিবেচনা করে এবং বিষয়টি পর্যালোচনা শেষে আজ তার অব্যাহতি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন ও সভাপতি আজহারুল ইসলাম মান্নান স্বাক্ষরিত এক নির্দেশনায় তাকে পুনরায় সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে বহাল করার বিষয়টি নিশ্চিত করেন।
দলের সিদ্ধান্তে পুনর্বহাল হওয়ায় স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন নেতাকর্মীরা।



