নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সোনারগাঁও পৌরসভার চিলারবাগ এলাকায় চিলারবাগ গ্রামবাসীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সোনারগাঁ পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক জুবায়ের আল মাহমুদ সৈকত।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি তাহসিন খন্দকার খোকন, শাহাদাত হোসেন লিটু, স্থানীয় বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম, ফিরোজ প্রধান, মোহাম্মদ নাইম প্রধান, মোহাম্মদ মামুন, মোহাম্মদ হারুন ও মোহাম্মদ খোরশেদ আলম।
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



