পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারী চারটি চুনা কারখানার ভাট্টি গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার (৮ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ অভিযানে মোবাইল কোর্টের সহায়তায় এক্সক্যাভেটরের সাহায্যে কারখানাগুলোর স্থাপনা ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অভিযানকালে সোনারগাঁ ইকোনমিক জোন এলাকার গেটের পশ্চিম পাশে মক্কা ফুডস সংলগ্ন একটি, আষাঢ়িয়ার চর এলাকায় একটি, প্রতাপেরচরে একটি এবং প্রতাপেরচর এলাকায় মোনেমের বাড়ির বিপরীতে আরেকটি—মোট চারটি চুনা ভাট্টি ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ ভূমি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এবং মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক (ইঞ্জিনিয়ার) সুরঞ্জিত সেন। তাঁদের নেতৃত্বেই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান, সোনারগাঁ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



