নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে প্রার্থী পরিবর্তন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগে ঘোষিত প্রার্থী মো. ফারুক আহমেদ মুন্সীর পরিবর্তে নতুন করে মনোনয়ন পেয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও জাতীয় পার্টির প্রভাবশালী নেতা গোলাম মসীহ। দলের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই এ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা–সমালোচনা।
দলের ভেতরের সূত্র জানায়, কৌশলগত বিবেচনায় এবং ভোটের মাঠে অতিরিক্ত প্রভাব তৈরির লক্ষ্যে গোলাম মসীহকে প্রার্থী করা হয়েছে। আন্তর্জাতিক কূটনীতি ও অভিজ্ঞ রাজনৈতিক পরিচয়—এই দুই বিষয়কেই তার পক্ষে কাজ করবে বলে মনে করছে দলটি।
তবে হঠাৎ প্রার্থী বদলে দলের ভেতরেই দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেকেই সমালোচনার সুর তুলেছেন। তাদের মতে, আদর্শভিত্তিক রাজনীতির দাবি করা দলটির জন্য অন্য রাজনৈতিক ধারার একজন নেতাকে মনোনয়ন দেওয়া প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় বইছে। ফেসবুক ও এক্সে বহু নেটিজেন মন্তব্য করছেন—
“ইসলামী আন্দোলন কি স্বৈরাচার শাসনামলের ঘনিষ্ঠ ব্যক্তিদের পুনর্বাসন করতে যাচ্ছে?”
আরেকজন লিখেছেন—
“একটি আদর্শিক দল হিসেবে এমন সিদ্ধান্ত কতটা সামঞ্জস্যপূর্ণ?”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জ–৩ আসনটি সবসময়ই গুরুত্বপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বড় দলগুলোর পাশাপাশি বিকল্প রাজনৈতিক শক্তিগুলোরও এখানে প্রভাব রয়েছে। নতুন প্রার্থী ঘোষণার মাধ্যমে ইসলামী আন্দোলন এ আসনে নিজেদের শক্ত উপস্থিতি জানানোর চেষ্টা করছে।
আগামী কয়েক দিনেই মাঠে দলের প্রচারণা কার্যক্রম ও স্থানীয় জনমতের প্রতিক্রিয়াই বলে দেবে, এই প্রার্থী পরিবর্তন নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলতে পারে।



