নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণ হয়ে ছিন্দ্র হয়ে জমে থাকা গ্যাসে আগুন ধরে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধের মধ্যে মো. আলাউদ্দিনের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান।
তিনি জানিয়েছেন, দগ্ধদের মধ্যে আলাউদ্দিনের দেহ ৪০ শতাংশ পুড়েছিল। আইসিইউতে চিকিৎসা সেবা নেওয়াকালীন তিনি গত মঙ্গলবার রাতে তিনি মারা যান।ওই পরিবারের বাকি তিন সদস্য শিশু শিমলা ৩০ শতাংশ, জরিনা বেগম ২০শতাংশ এবং শিফু আক্তারের দেহ ১২ শতাংশ পোড়ায় তারা চিকিৎসা সেবা নিচ্ছেন।
এর আগে ৬ ডিসেম্বর ভোরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঠাত্তা এলাকার আজিমউদ্দিনের ৬তলা বাড়ির নিচতলায় নিহতের পরিবার নিয়ে বসবাস করতেন। ভোরে ঘরে মোবাইল চার্জার বিস্ফোরণ ঘটে। এসময় গ্যাস লাইন ছিন্দ্র হয়ে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে নিহতের পরিবারের চার সদস্য দগ্ধ হয়। দগ্ধদের প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।



