পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং হাদি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সাদিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় তাঁতীদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত’র সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহমান সরকার, সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম সরকার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু মেম্বার, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁ উপজেলা তাঁতী দলের সভাপতি রুবেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ ও জাকারিয়া ভূঁইয়া, অ্যাডভোকেট আবুল কালাম, সেলিম হোসেন দিপু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রমজান ভূঁইয়া, রুবেল হোসেন, রিপন সরকার রাকিব, সোহেল রানা প্রমুখ।
এছাড়াও স্থানীয় এলাকাবাসীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আমি সকলের কাছে দোয়া কামনা করছি। তিনি যেন অতিদ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।” একই সঙ্গে তিনি দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের নিরাপত্তা, জাতীয় রাজনীতিতে শান্তি এবং সোনারগাঁয়ে ঐক্যবদ্ধ বিএনপির সফলতা কামনা করেন।
দোয়া শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।



