নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির পাঁচ বারের সাবেক সদস্য এবং সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া গ্রামের বাসিন্দা সাংবাদিক এরশাদ হোসেন অন্য পিতা আনোয়ার হোসেন (আনু) সাহেব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ দুপুর আনুমানিক ৩টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক সমাজ, এলাকাবাসীসহ সর্বমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিইজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে মরহুম আনোয়ার হোসেন (আনু) সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। আল্লাহ তায়ালা যেন তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ধারণের তৌফিক দান করেন—এই দোয়া কামনা করা হয়েছে।



