নিউজ সোনারগাঁ: মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে সোনারগাঁ স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল জিন্নাত। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তওফিকুল মো. রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
কুচকাওয়াজে সোনারগাঁ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সুশৃঙ্খল কদমে মার্চপাস্ট প্রদর্শন করে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশপ্রেম, শৃঙ্খলা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।



