নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকা থেকে রানা ইসলাম (৩০) নামের এক আন্তঃজেলা ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রানা ইসলাম দীর্ঘদিন ধরে মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করে আসছিল। তার বিরুদ্ধে সোনারগাঁসহ বিভিন্ন থানায় মোট ৫টি ডাকাতি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত রানা ইসলাম সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের বাসিন্দা এবং সবুজ মিয়ার ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।



