নিউজ সোনারগাঁ : মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে এসব কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দবির উদ্দিন ভূঁইয়ার সুযোগ্য পুত্র, বর্তমান সভাপতি, আজীবন দাতা সদস্য ও বিশিষ্ট শিল্পপতি রিয়াসাত করিম ভূঁইয়া (হৃদয়)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজীবন দাতা সদস্য ও শিল্পপতি ইসরাত করিম ভূঁইয়া (উদয়), দবির উদ্দিন ভূঁইয়ার পুত্রবধূ আমেনা হাসান রাহী এবং সাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রমজান আলী প্রধান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা ফারুক হোসাইন, সাংবাদিক জাকির হোসেন জন্টু, সাংবাদিক সাজিবসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিয়াসাত করিম ভূঁইয়া (হৃদয়) বলেন, “আমার পিতা দবির উদ্দিন ভূঁইয়া ১৯৭৬ সালে এই প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তার ঐকান্তিক প্রচেষ্টা ও নিজস্ব এবং সরকারি অর্থায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি আজ পূর্ণতা লাভ করেছে। এ বিদ্যালয় থেকে শিক্ষার্থী বের হয়ে দেশ-বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে পরিবার ও সমাজে অবদান রাখছে।”
তিনি আরও বলেন, “বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় সড়ক উন্নয়ন, খেলাধুলা ও বিনোদনের জন্য নিজস্ব অর্থায়নে মাঠ স্থাপন, আধুনিক বিজ্ঞানাগার ও প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহসহ নানা উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।” তিনি জানান, মনোরম পরিবেশে গড়ে ওঠা দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
শেষে তিনি তার পিতা দবির উদ্দিন ভূঁইয়ার স্মৃতি অম্লান রাখতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আজীবন কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন।



