গণসংহতির প্রার্থী অঞ্জণ দাসের সঙ্গে সোনারগাঁয়ে সাংবাদিকদের মতবিনিময়
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
গণ সংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা নির্বাহী সমন্বয়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী অঞ্জণ দাসের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সোনারগাঁয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে উপজেলার সার্বিক সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অঞ্জণ দাস বলেন, “আমি নির্বাচিত হলে একটি নতুন সোনারগাঁ গড়ে তুলবো। চাঁদাবাজি, দখলবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত সোনারগাঁ গড়তে যা যা করা প্রয়োজন, সবই করা হবে। প্রাচীন বাংলার রাজধানী হিসেবে ঐতিহাসিক গুরুত্ব থাকলেও উন্নয়নের ক্ষেত্রে সোনারগাঁ অনেক পিছিয়ে রয়েছে।”
তিনি আরও বলেন, “সোনারগাঁয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন প্রয়োজন। পরিকল্পিতভাবে এই দুই খাতের উন্নয়ন নিশ্চিত করা হবে। পুরোনো রাজনৈতিক সংস্কৃতি ভেঙে আমরা নতুন, স্বচ্ছ ও জনবান্ধব রাজনৈতিক সংস্কৃতি চালু করতে চাই। সকলকে সঙ্গে নিয়ে সোনারগাঁকে একটি আলোকিত সোনারগাঁ হিসেবে গড়ে তুলবো।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নারী গণ সংহতি আন্দোলনের আহ্বায়ক নাজমা বেগম, মহানগর গণ সংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, সোনারগাঁ শাখার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত এবং সদস্য সচিব মোবাশ্বির হোসাইন।
এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন অসিত কুমার দাস, হাসান মাহমুদ রিপন, মোক্তার হোসেন মোল্লা, আবু বকর সিদ্দিক, রবিউল হুসাইন, মিজানুর রহমান, শাহাদাত হোসেন রতন, ফরিদ হোসেন, আনিছুর রহমান, মনির হোসেন, খায়রুল আলম খোকন, আনিসুর রহমান সজিব, ইমরান হোসেনসহ আরও অনেকে।



