নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দওপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পাশাপাশি পিরোজপুর ইকোনমিক জোনের গেটের পশ্চিম ও পূর্ব পাশে অবস্থিত দুটি চুনা কারখানা উচ্ছেদ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) ও কাঁচপুর রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম। তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের ম্যানেজার শফিউল আওয়ালের নেতৃত্বে এ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
উচ্ছেদকালে এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে চুনা কারখানার স্থাপনা ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।
এ সময় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



