পরিমল বিশ্বাস: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে জামপুর ইউনিয়নের বশিরগাঁও এলাকায় জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ, সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর হোসেন, জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মেম্বার, সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলু মেম্বার, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাহের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোখশেদ মোল্লা, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক হান্নান।
এছাড়াও উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, সহ-সভাপতি সোলাইমান ভুইঁয়া, জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নাহিদ হাসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আমরা সকলের নিকট দোয়া প্রার্থনা করছি। তিনি যেন অতি শিগগিরই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। একই সঙ্গে বিএনপিকে আরও সুসংগঠিত করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
অনুষ্ঠান শেষে দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



