নিউজ সোনারগাঁ : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
সোমবার সকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসিফ আল জিনাতের কার্যালয় থেকে সোনারগাঁ থানা বিএনপি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা ও নাসিক কাউন্সিলর দিনা, রবি, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিআর, জেলা যুবদল নেতা মিঠু, সাদেক হোসেন সেন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতাকর্মীরা বলেন, “আজহারুল ইসলাম মান্নান একজন ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। দীর্ঘদিন ধরে তিনি দলের জন্য কাজ করে যাচ্ছেন। সোনারগাঁয়ের সাধারণ মানুষের সুখ-দুঃখে তিনি সবসময় পাশে থেকেছেন। আমরা বিশ্বাস করি, দল তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে তিনি নির্বাচিত হবেন।”
নেতাকর্মীরা আরও জানান, সোনারগাঁয়ে বিএনপির সাংগঠনিক শক্তি এখন ঐক্যবদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।



