নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌতুক নিরোধ আইনের মামলায় সিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ হানিফ (৩৬)। তিনি আঃ কাদিরের ছেলে। তার বাড়ি সোনারগাঁ থানার মিরেরবাগ এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে সিআর ওয়ারেন্ট নম্বর ৯৯৬/২৫ জারি ছিল। মামলাটি যৌতুক নিরোধ আইন, ধারা ৩ এর আওতায় দায়ের করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।



