নিউজ সোনারগাঁ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় চট্টগ্রামমুখী সড়কে একটি ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে মহাসড়কের ওই অংশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় সড়কের মাঝপথে একটি ট্রাক হঠাৎ বিকল হয়ে পড়লে পেছন থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লরির চালক আহত হন।
দুর্ঘটনার পর বিকল ট্রাকটি মহাসড়কের মাঝখানে আটকে পড়ায় চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হওয়ায় যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেওয়ার চেষ্টা করে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে।
আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



