নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী আলহাজ্ব গোলাম মসীহ মনোনয়ন সংগ্রহ করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাম মসীহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী । মঙ্গলবার বেলা ১২ টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় আলহাজ্ব গোলাম মসীহ ’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মুন্সী, বাংলাদেশ মুজাহিদ কমিটির সোনারগাঁ থানার সদর আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানার সভাপতি নুরুল আমিন খান দ্বীনি সংগঠনের সদস্য মোঃ ইয়াসিনসহ স্থানীয় ও জেলার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত রিটার্নিং কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রেনু কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় রাকিবুজ্জামান রেনু আশ্বস্ত করে বলেন আগামী নির্বাচন হবে ভয়-ভীতির ঊর্ধ্বে শান্তিপূর্ণ পরিবেশে এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সুন্দর একটি পরিবেশে। তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে কোন আশঙ্কার কিছু নেই ঘোষিত সময়ে নির্বাচন হতেই হবে এর বিকল্পের চিন্তারও কোন সুযোগ নেই।



