নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে মনোনয়ন পাওয়া ওয়াহিদুর রহমান মিল্কি সৌজন্য সাক্ষাৎ করেছেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাতের সঙ্গে।
সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
এ সময় ওয়াহিদুর রহমান মিল্কি বলেন, তিনি নির্বাচনী এলাকায় গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে ভোটারদের কাছে যেতে চান এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সোনারগাঁ উপজেলায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব প্রার্থীর জন্য সমান সুযোগ ও আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা হবে।
সৌজন্য সাক্ষাৎকালে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।



