নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের এসিয়ান হাইওয়ে সড়কের গাউসিয়া টু বস্তল এলাকায় ডাকাতির কালে ডাকাতকে চিনেফেলায় যুবককে কুপিয়ে আহত করেছে ডাকাত দল।
রবিবার (২১শে ডিসেম্বর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পেচাইন এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহতের মা মোসা:হেনা আক্তার বাদী হয়ে ২৩ ডিসেম্বর সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, জামপুর ইউনিয়নের উটমা এলাকার মোঃ আমির হোসেন এর ছেলে,১/মোঃ আশরাফুল(২২) , মৃত আব্দুল বারেক এর ছেলে ২/মোঃ আমির হোসেন(৪৫),কোবাগা এলাকার আঃ আজিজ ওর ছেলে ৩/মোঃ সবুজ (২২),মহজমপু উত্তর কাজীপাড়া এলাকার আহাম্মদ আলীর ছেলে ৪/মোঃ ফাহিম (২৩), এবং পেচাইন এলাকায় মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ বাবু ওরফে বরকি বাবু(২৬) সংঘবদ্ধ একটি ডাকাত দলের সদস্য। কয়েকদিন আগে ডাকাতদল এসিয়ান হাইওয়ে সড়কে ডাকাতি কালে বাঁদীর ছেলে মোঃ আকাশ (১৯) চিনে ফেলে এবং এলাকার লোকজনকে জানায়। এতে ডাকাত দল ক্ষিপ্ত হয়ে আকাশকে বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখিয়ে প্রান নাশের হুমকি প্রদান করে আসছে।তারই ধারাবাহিকতায় গত ২১শে ডিসেম্বর বিকেলে মোঃ আকাশ মিয়া বাড়ি ফেরার পথে অভিযোগের ৩নং আসামি বাড়ির পাশে সড়কে ৩ নং আসামি সহ অজ্ঞাতনামা ৩/৪ জন দেশিয় অস্ত্র চাপাতি, চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার লোহার রড সহ তার পথ গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগাল করে। এতে মোঃ আকাশ প্রতিবাদ করায় ১নং বিবাদীর হুকুমে ২নং ও ৩নং বিবাদী তাকে মেরে নীলা ফুলা জখম সহ এলোপাথাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে এবং ৪নং বিবাদী আকাশের নিকট থেকে নগদ ৪৫০০(পঁয়তাল্লিশত) টাকা ছিনিয়ে নেয়। আকাশের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরে উপস্থিত লোকজনের সহায়তায় আহত আকাশকে রূপগঞ্জের গাউসিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আহত আকাশ ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা যায়।
এই বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুহিবুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ লিখে দেন



