নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি হাসপাতালের জমি দখলের ঘটনায় আইনশৃঙ্খলা সভায় দখলদারিত্ব নিয়ে সমালোচনা হয়েছে। বুধবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আসিফ আল জিনাতের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপিত হয়। এ নিয়ে সভায় ব্যাপক আলোচনা সমালোচনা হয়।
পরে আইনশৃঙ্খলা সভা শেষে ঘটনাস্থলে গিয়ে ইউএনও আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব দখল হওয়া জায়গার আধাপাকা ভবনটি আংশিক ভেঙ্গে দেন। তবে স্থানীয়রা বিষয়টিকে অসম্পূর্ণ উচ্ছেদ বলে দাবি করেছেন।
জানা যায়,উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা-বারদী সড়কের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় তিন রাস্তার মোড়ে সরকারী জমি দখল করে সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অমিত হাসান জোরপূর্বক অবৈধভাবে আধাপাকা মার্কেট নির্মাণ করছেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় প্রশাসন দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন। প্রশাসনকে নির্দেশনার তোয়াক্কা না করে প্রতিদিন রাতে ও দিনে অবৈধভাবে মার্কেট নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। এতে করে ওই সড়কের চলাচলকারী বিভিন্ন পরিবহন যাত্রীরা চরম দূর্ভোগ পোহাচ্ছেন। বুধবার আইনশৃঙ্খলা সভা শেষে ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনার সামনের অংশ ভেঙ্গে ফেলে। তবে সম্পূর্ণ অংশ না ভেঙ্গে উপরের চালা রেখেই ইউএনও ও ওসি ফিরে যান।
এদিকে আইনশৃঙ্খলা সভায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমাইয়া ইয়াকুব বলেন, হাসপাতালের জমি দখলই নয়, তার কমপ্লেক্সের ভেতরে রাতের বেলায় বহিরাগতরা ঢুকে মাদক সেবন করে থাকে। এছাড়াও ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটে যাচ্ছে। হাসপাতালের ভেতরে প্রভাবশালীরা ঢুকে চিকিৎসকদের হুমকি দিয়ে ফ্রি ওষধ লিখিয়ে নিচ্ছেন। হাসপাতাল যেন গাড়ির গ্যারেজ। দিন রাত হাসপাতালের ভেতরে গাড়ি পার্কিং করা হচ্ছে। এ বিষয়গুলো নিয়ে তিনি অসহায় হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে তিনি উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।
অপরদিকে গণ সংহতির নারায়ণগঞ্জ জেলা নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস এক ভিডিও বার্তায় বলেন, সরকারি হাসপাতালের জমি দখল করে স্বেচ্ছাসেবক দল নেতার অবৈধ দখলদারিত্বে নিন্দা জানিয়েছেন। দখলদারিত্বে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপিকে অনুুরোধ জানিয়েছেন। তাছাড়া প্রশাসনকে দখল হওয়া জমি উদ্ধার করে যানজট মুক্ত করার জন্য সম্পূর্ন উচ্ছেদ করার দাবি জানিয়েছেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, সড়কের পাশে হাসপাতালের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকি অংশ উচ্ছেদ হবে।



