নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক জামদানী শাড়ির তাঁতীকে রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহতের পুত্রবধূর কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।
ঘটনাটি ঘটে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সোনারগাঁ থানার সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ী নয়াপুর এলাকায় মনোয়ারের বাড়ির পাশের সড়কে।
আহত তাঁতীর নাম শরীফ (২৫)। তিনি দীর্ঘদিন ধরে জামদানী শাড়ির তাঁত চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহতের বাবা আবুল কাশেম (৬২) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, আতাউর (২৪), হাবিব (৩৫), প্রিয়া হোসেন (৩৩)সহ ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর ছেলের সঙ্গে পেশাগত হিংসা ও পূর্ববিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা শরীফের পথরোধ করে গলা চেপে ধরে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। একপর্যায়ে আতাউর নামের এক ব্যক্তি রামদা দিয়ে শরীফের মাথায় কোপ দিলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে প্রিয়া হোসেন তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।
শরীফের চিৎকারে তার বড় ভাইয়ের স্ত্রী জিয়াসমিন (৩৫) এগিয়ে এলে হামলাকারীরা তার গলার ১২ আনা স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ১ লাখ ৩৫ হাজার টাকা) ও একটি নাকফুল (মূল্য ২ হাজার ৫০০ টাকা) ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
পরে স্থানীয়রা আহত শরীফকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা নিলে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



