নিউজ সোনারগাঁ: সোনারগাঁ উপজেলার ব্যস্ততম এলাকা মোগরাপাড়া চৌরাস্তায় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করেছে সোনারগাঁ থানা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ। এ সময় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানপাট, ভ্রাম্যমাণ স্টল ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের ফলে পথচারী ও যানবাহনের চলাচলে স্বাভাবিকতা ফিরে আসে।
অভিযান চলাকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা জানান, ফুটপাত দখলের কারণে দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
এ বিষয়ে ওসি মহিবুল্লাহ বলেন, “মোগরাপাড়া চৌরাস্তা একটি গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল। অবৈধ দখলের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, পুনরায় কেউ ফুটপাত দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর আশা, ধারাবাহিক অভিযানের মাধ্যমে মোগরাপাড়া চৌরাস্তায় যানজট কমবে এবং পথচারীদের চলাচল আরও নিরাপদ হবে।



