নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল ইসলাম রবি (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বশির খান ওরফে বশুখার ছেলে। তার বাড়ি সোনারগাঁ থানার পশ্চিম বেহাকৈর এলাকায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার রবিউল ইসলাম রবির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে মামলা নং-৩৮(৪)১৫, ধারা-১৯(১) এর ৯(খ), মামলা নং-১৩(৬)১৭, ধারা-ঐ এবং মামলা নং-৫০(২)২৩, ধারা-৩৬(১) এর ১৯(খ) ধারায় মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।



