নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঘর থেকে ডেকে নেওয়ার পর থেকে উমায়ের হাসান (২৫) নামে এক যুবক দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ উমায়ের উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা।
নাম উল্লেখ করা অভিযুক্তরা হলেন—চর হোগলা (গাজীবাড়ি) এলাকার মো. সোহাগ (২২) ও বায়েজিদ (২২)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন উমায়ের হাসান। দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে অভিযুক্ত সোহাগ ও বায়েজিদ তাকে মোবাইল ফোনে ডেকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে।
নিখোঁজ যুবকের মা আনার কলি জানান, “সোহাগ ও বায়েজিদ আমার ছেলের দীর্ঘদিনের পরিচিত। ওই রাতে তাদের ফোন পেয়ে উমায়ের বাইরে যায়। পরদিন সকালে বিবাদীদের এলাকায় তাদের দেখা গেলেও পরে তাদেরসহ আমার ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এখন তাদের মোবাইল নম্বরও বন্ধ।”
তিনি আরও অভিযোগ করেন, তার ছেলেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে বলে তিনি আশঙ্কা করছেন।
এ ঘটনায় নিখোঁজ যুবকের মা মোসা. আনার কলি বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে দুই বন্ধুর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। নিখোঁজ যুবককে দ্রুত উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।



