নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বানীনাথপুরে অবস্থিত শ্রী শ্রী গৌর নিতাই আখড়ার অন্তর্ভুক্ত শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও শুভদ্রা দেবীর মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।
মন্দির সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরের নিরাপত্তা গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে। এ সময় মন্দিরে থাকা একটি ঘন্টা চুরি করে নিয়ে যায় তারা। পাশাপাশি হরিনাম সংকীর্তনের ক্যাশ বাক্স ভেঙে ভেতরে টাকা আছে কিনা তা খোঁজাখুঁজি করা হয়। তবে ক্যাশ বাক্সে কোনো অর্থ না থাকায় সেখানে থাকা কিছু কাগজপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার পরপরই মন্দির কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয়দের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে আশপাশের লোকজন মন্দিরে ছুটে আসেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চুরি যাওয়া কোনো সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি।
মন্দির পরিচালনা কমিটির সদস্যরা জানান, এ ধরনের চুরির ঘটনা ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে। ভবিষ্যতে আরও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে—এই আশঙ্কায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি মন্দিরসহ আশপাশের ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।



