নিউজ সোনারগাঁ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদী থেকে উমায়ের হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। পরিবারের অভিযোগ, বন্ধুদের ডাকে বাসা থেকে বের হওয়ার পর তিনদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক দুইটার দিকে গজারিয়া উপজেলার কাজীপুরা এলাকার মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উমায়ের হাসান নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা এবং মুক্তার গাজীর ছেলে।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে বারোটার দিকে কাজীপুরা এলাকায় মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর দুইটার দিকে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিহতের মা আনার কলি অভিযোগ করে বলেন, “গত ২৪ ডিসেম্বর রাতে খাবার খেয়ে বাসায় ঘুমিয়ে ছিল উমায়ের। রাত আনুমানিক আড়াইটার দিকে তার দুই বন্ধু সোহাগ ও বায়েজিদ ফোন করে তাকে বাইরে ডেকে নেয়। এরপর থেকে সে আর বাসায় ফেরেনি। এ ঘটনায় আমি সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেছি। উমায়েরের ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে তার বন্ধুদের মোবাইল নম্বর বন্ধ এবং তারা পলাতক। আমরা ধারণা করছি, তারাই আমার ছেলেকে খুন করেছে।”
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে। নিহতের পরিবার দ্রুত দোষীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করেছে।



