নিউজ সোনারগাঁ : সোনারগাঁয় সেলিম মিয়া ওরফে উদয় নামে এক হত্যা মামলার আসামি জামিনে এসে মামলার বাদীর ছেলে সজিব মিয়াকে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ উঠেছে।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সজিব মিয়াকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সজিব মিয়ার মা সেতেরা বেগম বাদী হয়ে বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ করেন।
জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের জিয়াউর রহমানের মেয়ে হুমায়রা আক্তার ২০২২ সালের ২৬ জুলাই বাড়ির পাশ থেকে নিখোঁজ হন। পরবর্তীতে ২৮ জুলাই নদীর পাশে ঝোপে বালুচাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পার্শ্ববর্তী চেঙ্গাকান্দি গ্রামের শুক্কুর আলী, ছেলে সেলিম ওরফে উদয়, মো. জিহাদ ও স্ত্রী সেলিনা বেগমকে আসামি করে নিহতের মা সেতেরা বেগম বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবাস শেষে ১১ ডিসেম্বর জামিনে বের হয়ে আসেন উদয়।
এর পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য বাদীর পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন তিনি। পরে রবিবার বাদী সেতেরা বেগমের ছেলে চাকরির সুবাদে একই ইউনিয়নের ইসলামপুর এলাকায় গেলে আগে থেকে ওৎ পেতে থাকা সেলিম মিয়ার নেতৃত্বে জিহাদ, শুক্কুর আলী, সেলিনা বেগম দেশীয় অস্ত্র দা, চাপাতি, রামদা ও লোহার রড নিয়ে সজিব মিয়াকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত সজিব মিয়াকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্ত সেলিম ওরফে উদয়ের মোবাইলে একাধিকবার ফোন করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে অভিযুক্তের বাবাকে ফোন করা হলে তিনি এ ব্যক্তি নন বলে দাবি করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিবুল্লাহ বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



