নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলের জোটের একক প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামী নেতা ড. মাওলানা প্রিন্সিপাল ইকবাল হোসেনকে ঘোষণা করা হয়েছে।
রোববার জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। প্রার্থী ঘোষণা শেষে আজ সোমবার ড. ইকবাল হোসেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করবেন।
জোট নেতারা জানান, নারায়ণগঞ্জ–৩ আসনে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতেই ১০ দলের সমর্থনে ড. ইকবাল হোসেনকে একক প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, জনগণের ব্যাপক সমর্থনে তিনি বিজয় অর্জন করবেন।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে এলাকায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।



