নিউজ সোনারগাঁ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়েত ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির নেতা ড. মাওলানা প্রিন্সিপাল ইকবাল হোসেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আজ তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসিফ আল জিনাত এর কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ড. ইকবাল হোসেনের সঙ্গে জামায়েত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মনোনয়নকে কেন্দ্র করে উপজেলা কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর ড. ইকবাল হোসেন বলেন, “আমি জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আল্লাহর ওপর ভরসা রেখে এবং জনগণের সমর্থন নিয়ে ইনশাআল্লাহ এই আসনে বিজয়ী হতে চাই। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন ও নৈতিক রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করবো।”
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারবে—এই প্রত্যাশা সবার।



