নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি স্কুলছাত্র ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ছাত্রের নাম মিরাজুল ইসলাম রিফাত। সে সোনারগাঁয়ের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ৯টার দিকে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের বাড়ি থেকে স্কুল ব্যাগ নিয়ে বের হয় রিফাত। এরপর আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ছাত্রের বাবা আবুল কালাম জানান, রিফাত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। বাড়ি থেকে বের হওয়ার সময় সে তার ব্যবহৃত মোবাইল ফোনটি রেখে যায়। ছেলের কোনো খোঁজ না পেয়ে পরিবার চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। এ অবস্থায় রিফাতের মা নাছিমা আক্তার অসুস্থ হয়ে পড়েছেন।
এ ঘটনায় রিফাতের মা নাছিমা আক্তার বাদী হয়ে গত রোববার সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহ জানান, নিখোঁজের ঘটনায় থানায় জিডি গ্রহণ করা হয়েছে। ছাত্রটির বিবরণ সংশ্লিষ্ট বিভিন্ন থানায় পাঠানো হয়েছে এবং তাকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।



