নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দওপাড়া, ভবনাথপুর ও সোনারগাঁ থানার পেছনের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি চুনা কারখানার অবৈধ স্থাপনা এক্সকাভেটরের মাধ্যমে ভেঙে ফেলা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সুনিম সোহানার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানের সময় ফায়ার সার্ভিসের সহায়তায় কারখানাগুলোর আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং নিরাপত্তার জন্য পানি স্প্রে করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে নিয়মিত অভিযান চলছে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তারা সতর্ক করেন।



