নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ও সনমান্দী ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অলিপুরা ব্রিজের নিচে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) এবং পরিবেশ সংরক্ষণ আইনে মোট এক লক্ষ টাকা জরিমানা করেন। এর মধ্যে ইট ভাটা আইনে ৫০ হাজার এবং পরিবেশ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইটভাটার মালিক গিয়াস উদ্দিনের ছেলে আনিসুর রহমান রবিনকে আটক করে হাতকড়া পরানো হয়। পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে জরিমানার টাকা পরিশোধ ও ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার অঙ্গীকারে তাকে ছেড়ে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, গত সাত দিন ধরে অলিপুরা ব্রিজের নিচে সরকারি জমি থেকে মাটি কেটে তা ইটভাটায় ব্যবহার করা হচ্ছিল এবং এর মাধ্যমে জায়গা দখলের চেষ্টা চলছিল। স্থানীয় সাংবাদিকদের সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর মাটি কাটা বন্ধের নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করা হয়।
গ্রামবাসীর উপস্থিতিতে পুনরায় মাটি কাটার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত আনিসুর রহমান রবিনকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে সাত বছরের কারাদণ্ডের বিধানও ঘোষণা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।



