নিউজ সোনারগাঁ : সোনারগাঁ থানা ভবন দীর্ঘদিনের পুরাতন হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নতুন থানা ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। নির্মাণ কাজ চলমান থাকায় থানার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে অস্থায়ীভাবে নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে থানা পুলিশ।
এ উপলক্ষে থানা মসজিদের পাশে দত্তপাড়া রোডে অবস্থিত মা-বাবার দোয়া সাত তলা ভাড়াকৃত ভবনটিতে সোনারগাঁ থানার সকল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নতুন এই অস্থায়ী ভবন থেকেই মামলা গ্রহণ, জিডি, সাধারণ ডায়েরি, নাগরিক সেবা প্রদানসহ আইনশৃঙ্খলা সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হবে।
সোনারগাঁ থানা কর্তৃপক্ষ সাধারণ জনগণকে থানার প্রত্যাশিত সেবা গ্রহণের জন্য নতুন অস্থায়ী ভবনের ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে থানার সকল সরকারি নম্বরে যোগাযোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়। জনস্বার্থে নতুন থানার অস্থায়ী ঠিকানাটি প্রচারের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের প্রতিও অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ জানান, নতুন থানা ভবন নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত অস্থায়ী ভবন থেকেই থানার সব ধরনের সেবা কার্যক্রম চলবে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে পুলিশের সেবা পান, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।
থানা ভবন নির্মাণ কাজ শেষ হলে পুনরায় স্থায়ী ভবনে থানার কার্যক্রম স্থানান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা



