নিউজ সোনারগাঁ: বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শের মধ্যে থেকে সারাজীবন মানুষের সেবা করে যেতে চাই। অতীতে যেভাবে মানুষের সেবা ও ভালোবাসায় সবার পাশে ছিলাম। আল্লাহ চাহেতো ভবিষ্যতেও আপনাদেরকে সাথে নিয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ কওে যেতে চাই। গতকাল শুক্রবার সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির সাবেক চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিকালে সোনারগাঁয়ের আদমপুর বাজারে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান একথা বলেন। উপজেলার পানাম আদমপুর বাজারে ব্যবসায়ীদের উদ্দোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আদমপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি মাসুম মোল্লার সভাপতিত্বে দোয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। এসময় সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মোম্বার, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, বিএনপি নেতা মাসুম রানা প্রমুখ বক্তব্য রাখেন।
পরে সোনারগাঁও পৌরসভা বিএনপি নেতা মাওলানা দেলোয়ার হোসেন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।



