নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকার ঐতিহ্যবাহী মীর আব্বাস হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মীর মোবারক হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
হাফেজ মীর মোবারক হোসেন দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসেন। তিনি একজন প্রখ্যাত আলেম হিসেবে এলাকাবাসীর কাছে অত্যন্ত সম্মানিত ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে বহু শিক্ষার্থী দ্বীনি শিক্ষা লাভ করেছে।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর জানাজার নামাজের সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। তাঁর ইন্তেকালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



