নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ভট্টপুর এলাকায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় বানিনাথপুর, ভট্টপুর, ও ষোলপাড়া সমাজ উন্নয়ন সংঘের সদস্য সচিব, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক, সৌদি আরব প্রবাসী বাছেদ মিয়ার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবের জন্য এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় তিন শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা মাসুদ, লাইব্রেরিয়ান মাসুদ, কুয়েত প্রবাসী হুমায়ুন কাবির, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, পৌরসভার শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোশারফসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



