শিরোনাম:
জামপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যুবদলের দোয়া মাহফিল
সংবাদ:
পরিমল বিশ্বাস
সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১১ জানুয়ারি বিকেলে সেকেরহাট চৌরাস্তায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি মামুন ভুঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নম্বর সহসভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম ও লতিফ মেম্বার। আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, যুবদল নেতা নুরনবী, যুবদল নেতা শাহ আলম, সোনারগাঁ উপজেলা তাঁতী দলের সদস্য মোতালিব, জামপুর ইউনিয়ন যুবদল নেতা আমজাদ হোসেন হারুন, রুবেল ভুঁইয়া, আমিনুল ইসলাম জাকির, জামপুর ইউনিয়ন ছাত্রদল নেতা তৌহিদুল ও রাজনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে আল মুজাহিদ মল্লিক বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন দেশনেত্রী। তিনি বহু জেল-জুলুম সহ্য করেও দুঃসময়ে দলকে আগলে রেখেছেন এবং কখনও বিএনপিকে ছেড়ে যাননি। এমন একজন নেত্রীকে বাংলার মানুষ চিরদিন মনে রাখবে। তিনি সবাইকে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।



