নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে একটি কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইকোনমিক জোন গেটের পশ্চিম পাশে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আষাঢ়িয়ার চর এলাকায় একটি, মল্লিকপাড়া এলাকায় একটি এবং ইকোনমিক জোনের পাশের এলাকায় আরও একটি চুনা কারখানা উচ্ছেদ করা হয়। মল্লিকপাড়া এলাকার চুনা কারখানার মালিককে অবৈধ গ্যাস ব্যবহার ও সরকারি নির্দেশ অমান্য করার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এতে অংশ নেন।
চুনা কারখানাগুলোর অবৈধ স্থাপনা এক্সকেভেটর মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনে পানি স্প্রে করা হয়, যাতে কোনো ধরনের ঝুঁকি তৈরি না হয়।
তিতাস কর্তৃপক্ষ জানায়, শিল্প এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করে পরিবেশ ও জননিরাপত্তার ঝুঁকি তৈরি করা হচ্ছিল। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান চলবে এবং অবৈধ সংযোগের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



