নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় খাল ও ক্যানেল পূর্ণ খননের দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় কৃষকরা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের শিংলাব ব্রিজ এলাকায় গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার কৃষকরা জানান, সড়ক সংস্কার কাজের সময় কয়েকটি সরকারি পানি চলাচলের ক্যানেল বালিতে ভরাট হয়ে যায়। এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পড়ে এবং আশপাশের বিস্তীর্ণ কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে দীর্ঘদিন ধরে এসব জমি চাষাবাদের অনুপযোগী হয়ে আছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, তারা একাধিকবার জনপ্রতিনিধিদের বিষয়টি জানালেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে কৃষিকাজ বন্ধ থাকায় তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অবরোধে অংশ নেওয়া কৃষকরা বলেন, দ্রুত ভরাট হয়ে যাওয়া ক্যানেলগুলো পূর্ণ খনন করে পানি চলাচলের ব্যবস্থা করা না হলে তাদের জমিতে ফসল ফলানো সম্ভব নয়। তাই তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। পরে কর্তৃপক্ষের আশ্বাসের পর কৃষকরা অবরোধ তুলে নেন বলে জানা গেছে।



