নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে একটি চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্রায় ৫০০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনাখালি এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় সোনাখালির একটি চুনা কারখানা ভেঙে ফেলা হয়। পাশাপাশি ওই এলাকার প্রায় ৩০০টি বাড়িতে ব্যবহৃত ৫০০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা। তিতাস গ্যাসের পক্ষে উপস্থিত ছিলেন সোনারগাঁ জোনের ম্যানেজার শফিউল আওয়াল।
চুনা কারখানা ভাঙার সময় নিরাপত্তার জন্য ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয় এবং পানি স্প্রে করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে নিয়মিত অভিযান চলমান রয়েছে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।



