নিউজ সোনারগাঁ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইশতেহার বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়েছে। গঠিত এই গুরুত্বপূর্ণ কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সোনারগাঁওয়ের সন্তান ও কেন্দ্রীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তুহিন মাহমুদ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপ-কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইশতেহার বিষয়ক উপ-কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন এহতেশাম হক এবং সেক্রেটারি করা হয়েছে ইশতিয়াক আকিবকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন জাহিদ আহসান, তৌকির আজিজ, আব্দুল্লাহ আল ফয়সাল, মুনা হাফসা, সাইফুল ইসলাম এবং সোনারগাঁয়ের বাসিন্দা তুহিন মাহমুদ।
কমিটিতে দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় তুহিন মাহমুদ বলেন, আমি এই দায়িত্ব ও সুযোগ পেয়ে কৃতজ্ঞ। দলের ইশতেহার প্রণয়ন এবং জনআকাঙ্ক্ষা যথাযথভাবে প্রতিফলনের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। এই টিমের প্রত্যেক সদস্য অত্যন্ত ডেডিকেটেড ও যোগ্য। জনগণের বাস্তব কথা ও প্রত্যাশা ইশতেহারে তুলে ধরতে আমরা সবাই আন্তরিকভাবে কাজ করবো।
প্রকাশিত প্যাডে আরও উল্লেখ করা হয়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমে গতি আনার লক্ষ্যে কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনের অনুমোদনক্রমে কার্যপরিধিভিত্তিক এই উপ-কমিটি গঠন করা হয়েছে।



