নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ে এক নারীর ওপর হামলার ঘটনায় আটক যুবক মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছেন তার স্বজন ও পরিচিতজনরা।
গতকাল রাতে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের আলিপুরা ব্রিজ এলাকায় এক নারীর ওপর ইট দিয়ে হামলার অভিযোগে স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে। পরে তাকে বেঁধে মারধর করা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।
জানা গেছে, আটক যুবক মানসিকভাবে অসুস্থ। তার স্বজনদের ভাষ্য অনুযায়ী, তিনি আড়াই হাজার এলাকার বাসিন্দা এবং দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে ওই এলাকায় আসেন। একসময় তিনি সুস্থ ছিলেন, তবে হঠাৎ করে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন।
পরিবার সূত্রে আরও জানা যায়, তাদের পরিবারে দুই ভাই ও একজন বৃদ্ধ মা রয়েছেন। যুবকের বাবা জীবিত থাকাকালে তাকে দেখাশোনা করতেন। বাবার মৃত্যুর পর অসুস্থ বৃদ্ধ মায়ের পক্ষে তাকে দেখভাল করা সম্ভব হয়নি। অপরদিকে তার বড় ভাইও কিছুটা মানসিক সমস্যায় ভুগছেন। এ কারণে যুবকটি দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
তার নিখোঁজের বিষয়টি জানিয়ে পরিচিতজনরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিলেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে গতকাল নিউজ সোনারগাঁয়ে তাকে আটক ও মারধরের একটি লাইভ ভিডিও প্রচার হলে তা ভাইরাল হয়। ভিডিওটি দেখে দেশ-বিদেশ থেকে তার বহু পরিচিত ও শুভাকাঙ্ক্ষী নিউজ সোনারগাঁকে ফোন করে বিষয়টি নিশ্চিত করেন এবং তার সন্ধান চান।
এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের অবস্থা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে মানসিক রোগী হিসেবে শনাক্ত করে। পরে পুলিশ তাকে সেখানেই রেখে আসে বলে স্থানীয় সূত্রে জানা



