নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৃথক দুই ঘটনায় দুইজন ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা ও স্বেচ্ছাসেবকরা। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও ও মৃধাকান্দী এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১১টার দিকে পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় ডাকাতির সন্দেহে ওমর ফারুক (২৭) নামের এক যুবককে হাতে নাতে আটক করেন স্থানীয়রা। তিনি চেঙ্গাকান্দী গ্রামের বাসিন্দা। আটক হওয়ার পর ওমর ফারুক নিজেকে ডাকাত নয় বলে দাবি করে ইয়াবা পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা যায়।
এর আগে একই রাতে আনুমানিক ৯টার দিকে মৃধাকান্দী এলাকায় ছিনতাইয়ের সময় আরেক যুবককে আটক করা হয়। আটক ব্যক্তি রবিন (২৫), তিনি শম্ভুপুরা ইউনিয়নের দুর্গাপ্রসাদ গ্রামের জাকিরের ছেলে। স্থানীয় জনতা ও সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। পরে দুইজনকেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, আটক দুই ব্যক্তি বর্তমানে সোনারগাঁ থানা পুলিশের হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হবে।
এদিকে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিবুল্লাহর নেতৃত্বে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতদিন টহল ও অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানে সক্রিয় রয়েছে থানা পুলিশ।
পুলিশ আরও জানায়, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু থেকে কাঁচপুর সেতু পর্যন্ত প্রায় ১০টি টিম নিয়মিতভাবে অভিযান চালাচ্ছে। সম্প্রতি মেঘনা শিল্পনগরী ও মেঘনা সেতুর কাছাকাছি এলাকায় সিএনজি অটোরিকশায় আগুন লাগিয়ে ডাকাতির চেষ্টার সময়ও সাধারণ মানুষের সহায়তায় আনসার ভিডিপি ও পুলিশ দুই ডাকাতকে আটক করে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, জনসাধারণের জানমাল রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং অপরাধ দমনে এই ধরনের অভিযান চলমান থাকবে।



