নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর স্ট্যান্ড সংলগ্ন মডার্ন প্রাইভেট হাসপাতালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুল তাসমিম। এ সময় পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের সত্যতা পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী দুটি মামলায় হাসপাতাল কর্তৃপক্ষকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুল তাসমিম জানায়, জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। স্বাস্থ্যসেবার নামে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না বলেও কঠোরভাবে সতর্ক করা হয়।



