নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মারুফা আক্তার (২২) নামে এক গৃহবধূ চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মারুফা আক্তার বন্দর উপজেলার তাজপুর গ্রামের বাসিন্দা এবং তিনি মো. শরীফ হোসেনের স্ত্রী। দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, চার দিন আগে মারুফা আক্তার বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়িতে ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মারুফা আক্তার চোখে কম দেখতে পান বলেও জানিয়েছেন স্বজনরা, যা পরিবারটির উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় যোগাযোগ করা হলে থানা কর্তৃপক্ষ নিখোঁজ নারী ও জামাইয়ের উভয় পরিবারের সদস্যদের একসঙ্গে খোঁজাখুঁজি চালানোর পরামর্শ দেন বলে জানিয়েছেন স্বজনরা।
নিখোঁজ মারুফা আক্তারের কোনো সন্ধান পেলে তার স্বামী মো. শরীফ হোসেনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৫৭১২৭২০৬২।
এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।



