নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে জামপুর ইউনিয়নের মহজমপুর বাজার সংলগ্ন মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জামপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ মেম্বারের সভাপতিত্বে এবং সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ হাজী আল-মামুন ভূইয়া ও জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সাজিব, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, সাবেক সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়া, আব্দুল্লাহ আল-মামুন, ইঞ্জিনিয়ার মোশাররফ, গিয়াসউদ্দিন, ওয়াহিদ বিন বাবুল।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, শহীদুল্লাহ সরকার, মতিউর রহমান, সুমন মিয়া (নান্টু), ফয়সাল বিন রিপন, মনির, ইঞ্জিনিয়ার ফারুক, শাহ সুলতান, এডভোকেট শিমুল, শাহ আলম মেম্বার, ইমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। বক্তারা তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



